এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি।ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন আফগানিস্তানের বোলার ফজল হক্ ফারুকী।এরপরে শ্রীলঙ্কার কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি।দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ভানুকা রাজাপাকসে্।নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৫ রান।
জবাবে ছোট লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ব্যাটার হযরতউল্লাহ জাযাই এবং রহমানুল্লাহ গুরবাজ পাওয়ারপ্লেতে ৮৩ রানের পার্টনারশিপ করে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান।মাত্র ১০.১ ওভারেই সহজ জয় তুলে নেয় আফগানিস্তান।দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেন রহমানুল্লাহ গুরবাজ।
দলের পক্ষে ৩ টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফজল হক্ ফারুকী।
স্কোরঃ শ্রীলঙ্কা ১০৫-১০(১৯.৪ ওভার)
আফগানিস্তান ১০৬-২ (১০.১ ওভার)