সাতক্ষীরা জেলা পুলিশের অবিভাবক নবনিযুক্ত পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের নির্দেশনা মোতাবেক গতকাল ২৬ আগস্ট ২০২২ খ্রিঃ সন্ধ্যা ৭:৩০টায় সাতক্ষীরা পুলিশ লাইন ড্রিল সেডে লাইনে হাজিরকৃত সকল অফিসার এবং ফোর্সদের মধ্যে কেন্দ্রীয় রোল কলের আয়োজন করা হয়, সাতক্ষীরা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত কেন্দ্রীয় রোল কলে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মীর আসাদুজ্জামান (সদর সার্কেল), এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।