ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২-০ ব্যবধানে আফগানদের হারিয়ে টি-টোয়েন্টিতে সিরিজ জয়

দেশইনফো২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ই জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটে নেমে বৃষ্টির কারণে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান।
বৃষ্টি আইন অনুযায়ী ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
৬ উইকেট আর ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
টস জিতে বোলিং নেন সাকিব আল হাসান। বোলিংয়ে নেমে সাফল্য আসে প্রথম ওভারেই। ৮ রান করা রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন আহমেদ।
এই বোলার তৃতীয় ওভারে এসে শিকার বানান আরেক ওপেনার জাজাইকে।

এরপর দেখে শুনে ব্যাট করে পরিস্থিতি সামাল দেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।
তবে অষ্টম ওভারে ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে।
বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ১৭ ওভার নির্ধারণ করা হয়।

বৃষ্টির পর মাঠে নেমে তেমন সুবিধা করতে পারেনি আফগানরা।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। নবি ১৬ রান করে মোস্তাফিজের শিকার হন।
এরপর ১১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন সাকিব।
শেষদিকে ওমরজাইয়ের ২৫ আর করিম জানাতের ২০ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে পারে আফগানিস্তান।

তাসকিন আহমেদ তিনটি এবং সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেন দুইটি করে উইকেট।

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের।
ছোট রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তোলেন লিটন দাস ও আফিফ হোসেন।
প্রথম ৩ ওভারে আসে ৩৩ রান। আর পাওয়ার প্লেতে বিনা উইকেটে আসে ৫৪ রান।

তবে এরপর রানের গতি কমে যায়।
দশম ওভারের প্রথম বলে আউট হন লিটন দাস। ৩৬ বলে এই ব্যাটার করেন ৩৫।
এক বল পরেই ফেরেন আরেক ওপেনার আফিফ হোসেন।
২০ বলে তিনি করেন ২৪ রান। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

পরের ওভারে ৪ রান করে শান্ত আউট হলে চাপ আরও বেড়ে যায়।
সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয় সে চাপ সামাল দিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যান।
তৌহিদ ১৭ বলে ১৯ রানে ফিরলেও সাকিব ১১ বলে ১৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
শামীম হোসেন করে ৭ বলে রান।

আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ও অমরজাই দুইটি করে উইকেট নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।