ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়

দল থেকে বাদ পড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার মার্টিনেজ

দেশইনফো২৪.কম
জানুয়ারি ২, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির সঙ্গে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সম্পর্ক খুব একটা ভালো নয়। এ কথা কমবেশি সবারই জানা।

তবে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে বিশ্বকাপের সেরা গোলকিপারকেই দলের বাইরে রাখবেন এমেরি তা অনেকেই হয়তো ভাবতেই পারেননি। কিন্তু টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সেটাই করে দেখালেন তিনি।

এমি মার্টিনেজ- হুগো লরিসের দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে মার্টিনেজকে বাদ দিয়ে সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেনকে প্রথম একাদশকে রাখেন এমেরি। ইন্ডিয়ান এক্সপ্রেস ও দোহা নিউজের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বকাপে মার্টিনেজের গোলকিপিং বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তবে তার আচরণ বিতর্ক সৃষ্টি করেছে। ডাচ কোচ ভ্যান গলকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন তিনি। পরে ফাইনালে গোল্ডেন গ্লোভ নেয়ার সময় বাজে অঙ্গভঙ্গি করেন আর্জেন্টাইন গোলরক্ষক।

এমনকি উদযাপনের সময় পুতুলে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের মাস্ক পরান মার্টিনেজ। সবকিছু মিলিয়ে ভীষণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এমন আচরণের জন্য অ্যাস্টন ভিলা আর মার্টিনেজকে আর রাখতে চাইছে না। ফুটবলার ট্রান্সফারের প্রভাবশালী মাধ্যম ফিকাজেসের দাবি, আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এমেরি।

চলতি জানুয়ারিতেই ট্রান্সফার উইন্ডো শুরু হবে। এসময়ে মার্টিনেজকে বেচার চেষ্টা করছে অ্যাস্টন ভিলা। চাউর হয়েছে, তার মেজাজ ও আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন কোচ।

এরই মধ্যে শোনা যাচ্ছে, মার্টিনেজের পরিবর্তে ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ কিংবা মরক্কোর ইয়াসিন বুনুকে নিতে চাইছে দলটি।

তবে বিশ্বকাপের সেরা গোলকিপারকে দলে নিতে আগ্রহী একাধিক ক্লাব। সেই তালিকায় রয়েছে বায়ার্ন মিউনিখের নাম।

গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেন মার্টিনেজ। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফেরান ৩টি শট। ক্লিন শিট ৩টি। সঙ্গতকারণে ছন্দ থাকা গোলরক্ষকের ওপর ক্লাবগুলোর দৃষ্টি পড়া স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।