ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দ্বৈতনীতি ন্যায়বিচারের মৃত্যু ঘটিয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশইনফো২৪.কম
মে ১২, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানকে সুপ্রিমকোর্টের দেওয়া মুক্তির নির্দেশনার প্রতিক্রিয়ায় ‘দ্বৈতনীতি পাকিস্তানের ন্যায়বিচারের মৃত্যু ঘটিয়েছে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার দেশটির ফেডারেল ক্যাবিনেটের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জোটের অন্যান্য সদস্যদের ইমরান খানের সময়ের গ্রেপ্তারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই সময় তাদের এই ধরনের কোনো সুবিধা দেওয়া হয়নি। নেওয়াজের সঙ্গে যে অন্যায় হয়েছে সে বিষয়ে কেউ কথা বলেনি।

ইমরান সরকারের আমলে পাকিস্তান মুসলিম লীগ-এন এর নেতা কর্মীরা যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন সে বিষয়ে প্রশ্ন করে শাহবাজ শরিফ বলেন, আমাদের যখন জেলে পাঠানো হয়েছিল তখন কি তারা (কোর্ট) একটা নোটিশ দিয়েছিল।

পাকিস্তানজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ(পিটিআই) ও তার চেয়ারম্যান ইমরান খান মিথ্যাবাদী বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পিটিআই সরকার পতনের জন্য ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্রের অভিযোগ করে তা একাধিক জাতীয় নিরাপত্তা কমিটিতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার ঘিরে দুদিন ধরে দেশজুড়ে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতাকর্মীরা যে পরিমাণ ধ্বংস চালিয়েছে তাতে তারা পাকিস্তানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। ইমরানের দলের কর্মীদের কর্মকাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী বলেন: আপনারা জানেন যে, বৈদেশিক মুদ্রা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। স্বভাবগতভাবে আমরা যে চ্যালেঞ্জগুলো পেয়েছি তা পরিস্থিতিকে আরও খারাপ করছে। আগের সরকার আইএমএফের সাথে একটি চুক্তি লঙ্ঘন করেছিল এবং আমরা তা মেরামতের চেষ্টা করছি বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।