ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়

ভয়াবহ অবস্থায় দে‌শের ডেঙ্গু প‌রি‌স্থি‌তি, বা‌গেরহা‌টে ১ দি‌নে ১০ জন সনাক্ত

স্বাস্থ্য ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে দিন দিন ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।


বুধবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ২২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২৩ রোগী শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতালে সাত রোগীসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী, গৃহিণীসহ নানা পেশার মানুষ রয়েছেন। 

বাগেরহাট জেলার ২৫০ শয্যা রাজিয়া নাসের হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা আগের চেয়ে অনেকটা ভালো। আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে এসেছেন। কেউ কেউ আবার স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে ঘরবাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন ডা. মো. হুসাইন সাফায়াত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।