ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত বিভ্রান্তিকর: সিরিয়া

আন্তর্জা‌তিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য দেশটির ওপর থেকে আমেরিকা ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা
প্রত্যাহার করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ‘বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রশাসন সিরিয়ার ওপর থেকে কিছু
নিষেধোজ্ঞা সাময়িক প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা কপটতা ও ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।
বিশ্বব্যাপী নিজের মানবিক চেহারা প্রদর্শন করার জন্য আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমেরিকা যখন বলছে, মানবিক ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা
করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে তখন তার এই বক্তব্যই ভিন্ন একটি চিত্র তুলে ধরছে।
সেটি হচ্ছে, যে জনগণের মানবিক ত্রাণের কথা বলে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করা হচ্ছে এর আগে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছিল তখন এই জনগণই আমেরিকার পদক্ষেপে কষ্ট পেয়েছে।
সে সময় আমেরিকার মানবিকতার অনুভুতি কোথায় ছিল বলে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলে ধরে।

ভনিতা না করে অবিলম্বে সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করার জন্য
ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এটি বলেছে, আমেরিকাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা মেনে সিরিয়ার ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১২

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।