ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইরান-ইসরায়েল উত্তেজনায়ও গাজায় থামেনি আগ্রাসন।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেও গাজায় থামেনি আগ্রাসন। সোমবার (১৫ এপ্রিল) গাজা সিটি, রাফাহসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইহুদি সৈন্যরা।

বার্তাসংস্থা ওয়াফা জানায়, রাফার তাল আল সুলতান এলাকায় হামলায় প্রাণ গেছে একই পরিবারের চার জনের। যাদের মধ্যে রয়েছে এক শিশুও। ধ্বংসস্তূপের নীচে চাপা থাকতে পারে, অনেক মরদেহ এমন শঙ্কাও করা হচ্ছে। হামলা হয়েছে উত্তর গাজায়ও।

স্থানীয়দের ঘর-বাড়ি আর শরণার্থী শিবির লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা আর মুহুর্মুহু গুলি। জাবালিয়া মসজিদে প্রাণ গেছে অন্তত ১ জনের। নিরাপদ ছাদের খোঁজে বেইত হানুনের একটি স্কুলে আশ্রয় নেয় বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৬ মাসে প্রাণ গেছে প্রায় ৩৩ হাজার ৮শ মানুষের। আহতের সংখ্যা সাড়ে ৭৬ হাজার।

/এএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।