ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়

ছুটিতে দুবাই চলুন ডুব দিন এক নতুন সাম্রাজ্যে ! কী কী দেখবেন?

দেশইনফো২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমান বন্দর দুবাই ৷ কিন্তু এই বিমান বন্দরে বাইরে রয়েছে আলো ঝলমলে এক শহর ৷ যেখানে চোখ পড়বে সেখানেই নতুন কিছু ৷ সেখানেই ধরা পড়বে ঐতিহ্য, শিল্পের এক আশ্চর্য মিশেল ৷ চলে যান দুবাইয়ে ৷ ডুব দিন এক নতুন সাম্রাজ্যে ! কী কী দেখবেন?

দুবাই ডাউনটাউন:

বাইসাইকেল চাকায় শহর ঘোরার আনন্দ ! হ্যাঁ, দুবাইয়ের রাস্তায় বেরিয়ে পড়ুন বাইকাই বাইসাইকেলে, ঘুরে বেড়ান শহরের রাজপথ ধরে ৷ দেখুন দুবাই মল, দুবাই অ্যাকোওয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু ৷ নজর থাকুক বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফায় !

কীভাবে যাবেন-দুবাই বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে নিন ৷ মাত্র ১৫ মিনিটে পৌঁছে যান দুবাই ডাউনটাউনে ৷

পুরনো দুবাইয়ের মোহময়ী রূপ-

ঝকঝকে শহরের মাঝখানে ঐতিহ্যের মিশেল ৷ চোখ রাখুন পুরনো দুবাইয়ের অন্দরে ৷ ফাহিদির ঐতিহাসিক রূপের ৷ দেখুন দুবাই মিউজিয়াম ৷ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে বিশ্রাম নিন XVA Café-তে ৷ চুমুক দিন স্পেশাল রসনায় ৷

কীভাবে যাবেন–

বিমান বন্দর থেকে ট্যাক্সিতে পৌঁছে যেতে পারেন ৷ কিংবা যেতে পারেন মেট্রো করে আল ফাহিদিতে ৷

মন জোড়ানো কাইট সমুদ্র সৈকত

কাইট সমুদ্র সৈকতে গা ভাসিয়ে দিন ৷ মন-প্রাণ জুড়িয়ে যাবে, সমুদ্রের হাওয়ায় আপনি একেবারে চাঙ্গা ৷ যারা ওয়াটার স্পোর্টস পছন্দ করেন তাঁদের জন্য তো সব পেয়েছির আসর এই কাইট সমুদ্র সৈতক ৷ এখানে খেলতে পারেন আরবিয়ান গলফও !

শপিং ফান্ডা

শপিং করুন চুটিয়ে ৷ দুবাইয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র শপিং মল ৷ ঢুঁ মারুন ৷ গোটা বিশ্বের সব ব্র্যান্ড যেন একসঙ্গে হাজির হয়েছে দুবাইয়ে ৷ ব্যাগে পুরে ফেলুন আপনার মন পসন্দ জিনিসপত্র! চুটিয়ে করুন উইন্ডো শপিং ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।