ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেলা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানার ইন্তেকাল : প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জেলা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আইনমন্ত্রী আনিসুল হক।
পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া দিলরুবা সুলতানার মৃত্যুতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার শোক প্রকাশ করেছেন।
দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। -বাসস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।