ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদউল্লাহ ছাড়াই বিশ্বকাপ

দেশইনফো২৪.কম
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে। তারা হলেন- কাজী শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মাহাদী হাসান ও সৌম্য সরকার।

বাংলাদেশের আগামী একবছরের পরিকল্পনা অনুসারে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তিন ওপেনার এনামুল হক বিজয়, নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন, স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও।

দলে ফিরেছেন ইনজুরির কারণে এশিয়া কাপ না খেলা লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং হাসান মাহমুদ।

যদিও শেখ মেহেদীকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন মিডিয়ার আলোচনায় থাকা সৌম্য সরকারও আছেন স্ট্যান্ডবাই তালিকায়। এই দুজনের সঙ্গে পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকেও স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসাইন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই
শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মাহাদী হাসান ও সৌম্য সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।