ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লিটনকে টেস্ট দলে রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ দল। ব্যর্থতার মিছিলে শামিল ছিলেন লিটন দাসও। টেস্টের আগে ওয়ানডে সিরিজে রান পাচ্ছিলেন না লিটন। সর্বশেষ দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হন তিনি। যার কারণে তাকে বাদ দেওয়া হয় ওয়ানডে দল থেকে।

ওয়ানডে থেকে লিটনকে বাদ দেওয়ার বিষয় ব্যাখ্যা করেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই লিটনকেই টেস্ট দলে রাখা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। বাদ দেওয়ার মতো লিটনকে দলে রাখার ব্যাপারেও নিজের অবস্থান স্পষ্ট করেন লিপু।

মিরপুরে আজ শুক্রবার (৫ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক। সেখানেই তিনি জানালেন, কেন ব্যর্থতার পরেও লিটনকে দলে রেখেছেন নির্বাচকরা। লিপু জানান, তারা ভেবেছিলেন, লিটনের অভিজ্ঞতা কাজে দেবে।

প্রধান নির্বাচক বলেন, ‘লিটন ফর্মে নেই। তবুও, আমরা তাকে দলে রেখেছিলাম, ভেবেছিলাম তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। বিশেষত, চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছিল। আমরা চেয়েছিলাম তার সঙ্গে লিটন থাকলে একটু অভিজ্ঞতা যোগ হবে। তা ছাড়া, ওয়ানডে দল থেকে বাদ দেওয়ায় হয়তো অনুতপ্ত হবে সে। সবমিলিয়েই তাকে টেস্ট দলে রাখা হয়েছিল।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।