ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা টুকুর নির্দেশেই রেললাইন কাটা হয়, দাবি সিটিটিসির

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর নির্দেশেই ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরে বনখুরিয়া এলাকায় রেললাইন কেটে নাশকতা করা হয় বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এই ঘটনায় গতকাল রোববার দুজনকে গ্রেপ্তার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধারের পর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির ও ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. ইমন হোসেন। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে রেললাইন কাটার সরঞ্জামা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৩ ডিসেম্বর ভোরে বিএনপির চলমান হরতাল-অবরোধের অংশ হিসেবে দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও ১২ জন আহত হয়। এই ঘটনায় ২৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।’

‘রেললাইনে নাশকতা সৃষ্টি করে সাধারণ জনগণের মাঝে ভীতিসঞ্চার ও ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা অনুযায়ী যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার রহমান কবিরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কবিরকে বলেন, দলীয় উচ্চপর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে। এরপর মো. ইখতিয়ার রহমান কবির আজিমুদ্দিন কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুমের সাথে যোগাযোগ করে। পরিকল্পনা অনুযায়ী তাঁরা রেললাইন কাটার যাবতীয় সরঞ্জামাদি ঢাকার নবাবপুর মার্কেট থেকে ও গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার কিনে।’

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘ইমনের বাসা থেকে রেললাইন কাটার সরঞ্জামাদি গত ১২ ডিসেম্বর তোহা ও মাসুম গাজীপুরে নিয়ে যায়। একই দিনে কবির ও ইমন কমলাপুর রেলস্টেশন থেকে রওনা দিয়ে জয়দেবপুর রেলস্টেশনে পৌঁছায়। সেখানে পৌঁছালে আগে থেকে মাইক্রোবাসসহ স্টেশনে অবস্থান করা তোহা ও মাসুম তাঁদের নিয়ে রেললাইন কাটার উদ্দেশ্যে রওনা হয়। পথে বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়জনকে তারা মাইক্রোবাসে উঠায়। পরে রাত সাড়ে ১২টার দিকে বনখড়িয়া এলাকায় একটি বনের পাশে মাইক্রোবাস রেখে যাবতীয় সরঞ্জামাদিসহ পায়ে হেঁটে তারা ঘটনাস্থলে যায়। সেখানে দুইজনকে পাহাড়ায় রেখে অন্যান্যদের সহায়তায় রাত ৩টা থেকে ৪টার মধ্যে ইমন রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে। কাজ শেষে গ্যাস সিলিন্ডার দুটি ওখানেই ফেলে অন্যান্য সরঞ্জামাদিসহ তারা গাড়িতে ফিরে আসে। ঘটনার দু-দিন পর কবির কল দিয়ে ইমনকে চকবাজার এলাকায় দেখা করে তাঁকে ৩ হাজার টাকা দিয়ে আত্মগোপনে চলে যেতে বলে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ‘কবির জানায় সে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, নিউমার্কেট, এ্যালিফ্যান্ট রোড ও বংশাল এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী। সে এসব এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনা, নির্দেশদাতা ও অর্থ প্রদান করেছে এমন ৮টি ঘটনার দায় স্বীকার করেছে। এছাড়াও, বংশাল থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার মো. জামাল হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ইখতিয়ার রহমান কবিরের নাম এসেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।