ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়

অগ্নিদগ্ধে নিহত প্রভাষক মুনার মৃত্যুর রহস্য ভিন্ন দিকে মোড়

দেশইনফো২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় অগ্নিদগ্ধে নিহত প্রভাষক তাহমিনা আক্তার মুনার মৃত্যুর রহস্য ভিন্ন দিকে মোড় নিচ্ছে। গত বুধবার (৭ সেপ্টেম্বর) নিহতের ভগ্নিপতি তরিকুল ইসলাম তাহমিনার স্বামী সুমনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরিবার বলছে, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

এরপর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তাহমিনার স্বামী সুমন জামিন চাইতে আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক হাকিম মাজহারুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মুজিবুর রহমান।

তাহমিনার স্বামী সুমনের দাবি, বাসার ভেতর অগ্নিদুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে তাহমিনার ভগ্নিপতি তরিকুল ইসলাম বলেন, সুমন বেকার ছিলেন। তাই ব্যবসার কথা বলে মুনার কাছে ১০ লাখ টাকা যৌতুক চান। এই টাকা না পাওয়ায় মুনাকে হত্যা করেছেন।

নিহতের বোন মাসুমা খাতুন বলেন, আমার বোন হাসপাতালে মারা যাওয়ার আগে সব বলে গেছে। ঘটনার রাতে সুমন তার ফ্ল্যাটের পানির লাইন অফ করে দেয়। পরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় মুনার শরীরে। তিনি আরও জানান, প্রেম করে ২০১৭ সালে মুনা ও সুমনের বিয়ে হয়। তাদের সাফা নামে আড়াই বছরের মেয়ে রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক হানিফ সরকার বলেন, সুমনকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।