ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইরান-আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইরান-আর্মেনিয়া সীমান্তে যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইরান-আর্মেনিয়া সীমান্তের ওপর আঘাতের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর সীমানা এবং ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের বিরোধী, বিশেষকরে ইরান-আর্মেনিয়া সীমান্ত হচ্ছে দুই দেশের যোগাযোগের ঐতিহাসিক পথ। এ ক্ষেত্রে আঘাত আসে এমন যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা হবে।

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের বিষয়ে ইরান সর্বত্রই নিজের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরান এর আগে নাগোরনো-কারাবাখ-কে আজারবাইজানের কাছে ফিরিয়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল। নাগোরনো-কারাবাখ অঞ্চল মুক্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, নাগোরনো-কারাবাখ আজারবাইজানের কাছে ফিরে আসায় আমরা খুশি।

একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে জানিয়েছিলেন, ইরান-আর্মেনিয়া সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা থাকলে ইসলামি ইরান এর বিরোধিতা করবে। এর কারণ হলো কয়েক হাজার বছর ধরে যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সীমান্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।