ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বিশ্বে শান্তি আসবে না: পাকিস্তান।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে পৃথিবীতে শান্তি আসবে না। দখলদার ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (সোমবার) বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল।

তিনি বলেন, গাজা যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরব এবং পাকিস্তান এক যৌথ বিবৃতির মাধ্যমে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল।

গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু।#

পার্সটুডে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।