ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টি আওয়ামী লীগ জোটে নেই: জি এম কাদের

দেশইনফো২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের জোটে জাতীয় পার্টি নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসাবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই।

তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে।

ইভিএমে পাতানো নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ কারচুপি হবে ইভিএমে।

তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জি এম কাদের।

মশিউর রহমান রাঙ্গা প্রসঙ্গে জি এম কাদের বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকেই দল থেকে বের করে দেওয়া হবে। শৃঙ্খলা রক্ষার জন্য যেকোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।