ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবি’র  উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার সম্পন্ন

আহমেদ হানিফ, চবি প্রতিনিধি।
সেপ্টেম্বর ১০, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত  শিক্ষার্থীদের সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চবি’র উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার

”Road to Higher Study’ সম্পন্ন হয়েছে।

আজ (১০ই সেপ্টেম্বর ২০২২) সকাল দশটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত তুষারের  সভাপতিত্বে ও এম এ মনজুর লিমন ও আহমেদ হানিফের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।
সেমিনারের উদ্বোধন করেন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ার উদ্দীন বকুল। এতে মূখ্য আলোচক  ছিলেন চবি আইন বিভাগের অধ্যাপক  ড. মুহাম্মদ মঈন উদ্দীন। বিশেষ  আলোচক  ছিলেন চবি প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশীদ মহিব, চবি ফার্মেসি বিভাগের প্রভাষক  মোহাম্মদ রাশেদুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন
গ্লোবাল ইসলামি ব্যাংকের ম্যানেজার (অপারেশন)  হাসান শামসুদ্দিন, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক মো. মেহেদী হাসান,
স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক কবির হোসাইন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রভাষক নাজমুল হোসাইন, সোনালী ব্যাংক লিমিটেডের  সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, মীর হাসান মোহাম্মদ মোস্তফা,  ইব্রাহীম কার্দি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন,
পিলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো. শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, সফল মানুষ হিসেবে সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হলে নিজের স্বতন্ত্র পরিচয় অর্জন করতে হবে। সফল হবার একমাত্র চাবিকাঠি হলো পরিশ্রম। সফল হওয়ার পথে প্রতিবন্ধকতাকে মোকাবিলা করতে হবে সাহসের সাথে।

সুযোগ কাজে লাগাতে হবে, বাঁধার মোকাবেলায় পিছপা হওয়া যাবে না,পরিশ্রমী হয়ে পড়াশোনায় মনোনিবেশ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে এই দীক্ষায় শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।

মূখ্য আলোচক  অধ্যাপক  ড. মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, শিক্ষার্থীদের জানতে হবে স্বপ্ন পূরণের পন্থা, স্বপ্নবাজ মানুষের জীবনী অনুসরণ ও সহচার্যের মাধ্যমেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের নিজেদের  দুর্বলতা অনুসন্ধান করে, তা দূর করার প্রয়াস চালানোর প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন,কিভাবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের পথে অগ্রসর হতে পারবে,মনস্তাত্ত্বিক বিষয়গুলোর প্রতি যত্নশীল হয়ে নিজেকে বিকশিত করার পন্থা খুঁজে বের করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।