ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৪৮ নারী প্রার্থীর নাম ঘোষনা করলো আ.লীগ।

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা

১) রেজিয়া ইসলাম-পঞ্চগড়
২) দ্রৌপদি বেবি আগরওয়াল- ঠাকুরগাঁ
৩) আশিকা সুলতানা-নীলফামারী
৪) রোকেয়া সুলতানা-জয়পুরহাট
৫) কোহেলি কুদ্দুস -নাটোর
৬) জেবিন মাহবুব-চাঁপাইনবাবগঞ্জ
৭) রুনু রেজা-খুলনা
৮) ফরিদা আকতার-বাগেরহাট
৯) ফারজানা সুমি-বরগুনা
১০) খালেদা বানু- ভোলা
১১) নাজনীন নাহার -পটুয়াখালী
১২) ফরিদা ইয়াসমিন-নরসিংদী
১৩) উম্মে ফারজানা -ময়মনসিংহ
১৪) নাদিয়া বিনতে আমিন-নেত্রকোনা
১৫) মাহফুজা সুলতানা মলি-জয়পুরহাট
১৬) পারভীন জামান কল্পনা-ঝিনাইদহ
১৭) অ্যারোমা দত্ত- কুমিল্লা
১৮) লায়লা পারভিন-সাতক্ষীরা
১৯) মন্নুজান সুফিয়ান-খুলনা
২০) বেধুরা আহমেদ সালাম-গোপালগঞ্জ
২১) শবনম জাহান-ঢাকা
২২) পারুল আক্তার-ঢাকা
২৩) সাবেরা বেগম-ঢাকা
২৪) শাম্মী আহমেদ-বরিশাল
২৫) নাহিদ ইজহার-ঢাকা
২৬) ঝরনা হাসান-ফরিদপুর
২৭) ফজিলাতুন্নেসা-মুন্সীগঞ্জ
২৮) সাহিদা তারেখ দিপ্তী-ঢাকা
২৯) অনিমা মুক্তি গোমেজ-ঢাকা
৩০) শেখ আনারকলি- ঢাকা
৩১) মাসুদা সিদ্দিক-নরসিংদী
৩২) তারানা হালিম-টাঙ্গাইল
৩৩) বেগম শামসুন্নাহার -টাঙ্গাইল
৩৪) মেহের আফরোজ চুমকি-গাজীপুর
৩৫) অপরাজিতা হক-টাঙ্গাইল
৩৬) হাসিনা বারী চৌধুরী-ঢাকা
৩৭) নাজমা আক্তার-গোপালগঞ্জ
৩৮) অরুনা চক্রবর্তী-সিলেট
৩৯) ফরিদুন্নাহার লাইলী-লক্ষ্মীপুর
৪০) আশরাফুন নেসা-লক্ষ্মীপুর
৪১) কানন আরা বেগম-নোয়াখালী
৪২) শামীমা হারুন (চট্টগ্রাম)
৪৩) ফারিয়া খানম-নোয়াখালী
৪৪) দিলারা ইউসুফ-চট্টগ্রাম
৪৫) ওয়াশিকা আয়েশা খান-চট্টগ্রাম
৪৬) ডরোথি তঞ্চঙ্গ্যা-রাঙ্গামাটি
৪৭) সানজিদা খানম- ঢাকা
৪৮) নাসিমা জামান-রংপুর

১৪ দলের অনুরোধে নোয়াখালী থেকে কানন আরা বেগমের নাম বিবেচনা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আর একটি আসন গণতন্ত্রী পার্টিকে।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পায় আওয়ামী লীগ। এসব আসনের বিপরীতে এক হাজার ৫৪৯ জন নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে ফরম বিক্রি করে দলটির মোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।