ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি জয় বাংলাদেশের

দেশইনফো২৪.কম
ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে জয়ের খরা কেটেছে আগেই। এবার ছিলো টি-টোয়েন্টি জয়ের পালা। বাংলাদেশের বিজয় মুকুটে যুক্ত হলো সেই পালক। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে ১৩৪ রানে থামে কিউইরা। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ছিলো ১৩৫ রান। ৫ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে নেতৃত্ব দেন লিটন দাস। খেলেন ৩৬ বলে ৪২ রানের ম্যাচজয়ী ইনিংস।
নিউজিল্যান্ডের দেয়া মামুলি টার্গেট তাড়ায় ৭৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারে টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার। পরের ওভারেও আগ্রাসি ছিলেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। অ্যাডাম মিলনেক মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে কাভারের ভিতরেই বল তুলে দেন রনি।

এর পর আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। আউট হন মাত্র ১৯ রানে। আর ১৫ বলে ২২ রান করে আউট হন সৌম্য সরকার। ক্রিজে আছেন লিটন দাস ও তৌহিদ হৃদয়।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে রাখে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ১৩৫ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি নেন দুটো করে উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।