ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামাতের হরতালে স্বাভাবিক চট্টগ্রাম, মাঠে আওয়ামী লীগ

দেশইনফো২৪.কম
অক্টোবর ২৯, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ডাকা তথাকথিত হরতালের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামে। অন্যান্য দিনের মতোই প্রায় স্বাভাবিক ছিল নগরীর সব ধরণের কার্যক্রম। হরতাল আহবানকারী দলের কোনো স্তরের নেতাকর্মীকে সারাদিন মাঠে দেখা যায়নি।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য উঠানামা এবং খালাসের পর পরিবহন স্বাভাবিক ছিল। শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানসহ প্রতিটি বিমান শিডিউল অনুযায়ী চলাচল করেছে। সকাল ৭ টায় সুবর্ণ এক্সপ্রেসসহ সবগুলো ট্রেনই সময়মতোই চট্টগ্রাম ছেড়েছে এবং ঢাকাসহ অন্যান্য জেলার ট্রেনগুলোও নির্দিষ্ট সময়ে চট্টগ্রামে পৌঁছেছে। নগরীতে বাস, ট্রাক, টেম্পো, অটোরিক্শাসহ সকল পণ্যবাহী ও যানবাহন কোনো বাধা ছাড়াই তাদের নির্দিষ্ট গন্তব্যে চলাচল করেছে। এমনকি নগর বিএনপির কার্যালয় আলোচিত নাসিমন ভবনের আশেপাশের টাইলস, স্যানিটারি দোকান, স্টেডিয়াম মার্কেট, এপোলো শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার ও সংলগ্ন এলাকায় অবস্থিত সকল সরকারি ও বেসরকারি অফিস সকাল থেকেই খোলা ছিল।
অন্যদিকে, জনগণের জানমালের নিরাপত্তায় ও ঢাকার মতো নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরীর ছয়টি স্থানে শান্তি সমাবেশ করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গ্রুপে গ্রুপে নগরীর গুরুত্বপূর্ণ মোড় পাহারায় ছিলেন। ফলে হরতালের সমর্থনে বা ভীতি সঞ্চারের মানসে কোনো অপশক্তি মাঠে নামার সাহস করেনি। বিএনপির কিল্লা হিসেবে পরিচিত নাসিমন ভবন এলাকায়ও হরতালের পক্ষে কোনো মিছিল ও পিকেটিং ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।