ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের

দেশইনফো২৪.কম
নভেম্বর ১৩, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। জেনেভায় চলমান জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় এমন উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রতিনিধি। তিনি আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার দাবি জানান। একই রকম আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তারা আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বলেছে, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। বৃটেনও একই রকম দাবি জানায়। তারা মিডিয়া সহ মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। একই অবস্থান ব্যক্ত করে স্লোভাকিয়া।

এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দানকারী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক স্বাগত বক্তব্য রাখেন। বলেন, সংবিধান অনুযায়ী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেন। আরও জানান, বিরোধীদের নির্বাচন অনুষ্ঠানে যে দাবি তা অসাংবিধানিক ও বেআইনি। বিরোধী দল বিএনপি বড় আকারে সহিংসতা বেছে নিয়েছে তিনি উল্লেখ করেন। তারা সাংবাদিক, পুলিশ, বিচারকদের বাসা, পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। বলেন, খেয়ালখুশি মতো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপির নেত্রী খালেদা জিয়া সম্পর্কে আনিসুল হক বলেন, তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে আরও মামলা চলমান। তার স্বাস্থ্যগত কারণে উন্নত চিকিৎসা নিচ্ছেন। শর্ত অনুযায়ী তাকে দেশের বাইরে যেতে দেয়া হচ্ছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দু’জন চিকিৎসককে এনে তাকে চিকিৎসা করানোর কথাও উল্লেখ করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শুনানি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।