ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্দোলন
  7. ইচ্ছেডানা
  8. উদ্যোক্তা
  9. ক‌রোনা মহামা‌রি
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চাকুরীর খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে তিন মাস পর মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

জামিনে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা কারাগার থেকে মুক্তি পান।

জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে। শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে, আমীর খসরু বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। ক্ষমতা দখল করেও সরকার পরাজিত হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গতকাল বুধবার জামিন পান বিএনপির এ দুই নেতা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদেরকে জামিন দেন। সব মামলায় জামিন পাওয়ায় এদিন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছিলেন, বিএনপির এ দুই নেতার কারামুক্তিতে বাধা নেই।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ১০টিতে আগেই জামিন পান তিনি। বাকি থাকা প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গতকাল জামিন মেলে। অন্যদিকে, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা ছাড়া অন্যগুলোতে আগেই জামিন পান। এ দুই নেতাই একই মামলায় আটকে থাকার কারণে এতদিন জেল থেকে বের হতে পারছিলেন না।

২৮ অক্টোবরে সংঘর্ষের পরদিন রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল। আর ২ নভেম্বর রাতে গ্রেফতার হন আমীর খসরু। এরপর থেকেই তারা কারাগারে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।